মহাসড়কে কোনক্রমে থামছে না নিষিদ্ধ যানবাহন


sohel Rana প্রকাশের সময় : সেপ্টেম্বর ২০, ২০২৩, ৯:৩৬ পূর্বাহ্ন /
মহাসড়কে কোনক্রমে থামছে না নিষিদ্ধ যানবাহন

মহাসড়কে কোনক্রমে থামছে না নিষিদ্ধ যানবাহন

স্টাফ রিপোর্টার:

রূপগঞ্জের মহাসড়ক হাইওয়ে পুলিশের মান্তিতে চলছে টমটম, নসিমন, ভ্যানগাড়ি ও অটোরিকশা।

আদালতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও একমাত্র পুলিশকে মানতি দিয়ে মহাসড়কে বীরদর্পে চলছে
নিষিদ্ধ যানবাহন চলাচল করছে বলে অভিযোগ উঠেছে।

দেশে সড়ক দুর্ঘটনা এড়াতে মহামান্য আদালত হাইওয়ে ও মহাসড়কে থ্রী-হুইলার চলাচলে নিষেধাজ্ঞা জারি করেন। একমাত্র পুলিশের মামতির কারণেই এই নির্দেশনা অমান্য করে বিয়ের দরপে এ সকল চালকরা ব্যস্ততম সড়কে রোডে
থ্রী-হুইলার চালিয়ে যাচ্ছে ।
প্রশাসনের উর্ধতন কর্মকর্তাকে ম্যানেজ করে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ যানবাহনের চালকরা। ফলে মহাসড়কে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা।

খোঁজ নিয়ে জানা যায় ঢাকা সিলেট মহাসড়ক ও হাইওয়ে সড়কের ভুলতা ও গোলাকান্দাইল কাঞ্চন মায়ের বাড়ি এলাকায় হাজার হাজার নিষিদ্ধ যানবাহন হাইওয়ে পুলিশকে মান্তিতে অবৈধ গাড়ির অনুমোদন দেওয়া হচ্ছে। সেগুলোর খবর নিয়ে জানা যায়। নসিমন , ভটভটি, অটো
রিক্সা, ভ্যান গাড়ি এই সমস্ত নিষিদ্ধ যানবাহন মান্তিতে অনুমোদন দেওয়া হয় ।
নসিমন চালকদের সঙ্গে কথা বলে জানা যায় হাইওয়ে সড়কে টমটন, নসিম গাড়ি থেকে প্রতিমাসে এক হাজার করে টাকা হাইওয়ে পুলিশের এএসআই শাহ আলমকে দিতে হচ্ছে। মহাসড়কের ষ্ট্যান্ডগুলো থেকে মাসিক টাকা দিতে হচ্ছে হাজার হাজার টাকা। এরকমই অভিযোগ উঠেছে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে।
এমনই তথ্য বেরিয়ে এসেছে চালক ও ভুক্তভোগীদের কাছ থেকে।
এএসআই শাহ আলমের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, হাইওয়ে পুলিশের কোন মান্তি নাই। যেসকল গাড়ি আইন অমান্য করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়।