চিরিরবন্দরে শান্তি কামনায় বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত


sohel Rana প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২৩, ৯:১০ পূর্বাহ্ন / ৩৩
চিরিরবন্দরে শান্তি কামনায় বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

চিরিরবন্দরে শান্তি কামনায় বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ নতুন বছরকে বরণ করতে দিনাজপুরের চিরিরবন্দরে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ নব-নির্মিত হলরুমে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অঙ্গনে মিলিত হয়।

উপজেলা নির্বাহী (কর্মকর্তা) মোঃ খালিদ হাসান এর সভাপতিত্বে অনুুষ্ঠিত শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু সুনীল কুমার সাহা, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রুনাল্ট চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্রী জ্যোতিষ চন্দ্র রায়, চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রাণকৃষ্ণ ঘরামি, কারেঙ্গাতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাকিব সরকার, এডভোকেট অনিমেষ চন্দ্র রায়সহ উপজেলা সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ ফায়ার সার্ভিস, পুলিশ, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। অনেকেই রাস্তার দুপাশে দাঁড়িয়ে মঙ্গল শোভাযাত্রা উপভোগ করেন।

প্রতিবছর পয়লা বৈশাখে চিরিরবন্দর উপজেলা প্রশাসন মঙ্গল শোভাযাত্রা বের করে। ২০১৬ সালে ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পায় এই শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রাকে বাঙালির হাজার বছরের অসাম্প্রদায়িক ঐতিহ্যের মেলবন্ধন হিসেবে দেখা হয়ে থাকে।