আগামীকাল (৩ জানুয়ারি) পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করায়, এবারের আয়োজন পিছিয়ে যায় দু’দিন।
রাজধানীর পূর্বাচলের বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ষষ্ঠবারের মতো বসবে বাণিজ্য মেলার ৩০তম আসর। এবারের মেলায় স্টল রয়েছে ৩২৪টি। নিরাপত্তা জোরদারে থাকছে একাধিক ওয়াচ টাওয়ার ও পুলিশের টহল টিম। বরাবরের মতো এবারও ভালো বেচাকেনার আশা ব্যবসায়ীদের।
এবার মেলায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাপান, হংকং, ভারত ও তুরষ্কের ১১টি স্টল থাকছে। মেলার প্রধান প্রবেশদ্বার নির্মাণ করা হয়েছে ঐতিহ্য ও রপ্তানিমুখী পণ্যের প্রতিচ্ছবি ফুটিয়ে। থাকছে বাংলাদেশ স্কয়ার নামে বিশেষ প্রাঙ্গণ, যেখানে দেশের ইতিহাস সম্পর্কে ধারণা পাবেন দর্শনার্থীরা।
শিশুদের জন্য থাকছে দুটি শিশুপার্ক। জানুয়ারির ১ তারিখ থেকে শুরু হওয়ার কথা থাকলেও খালেদা জিয়ার মৃত্যুর কারণে, তিনদিন পেছানো হয় আনুষ্ঠানিকতা। এমন পরিস্থিতিতে সময় বৃদ্ধির দাবি ব্যবসায়ীদের।
এদিকে, নিরাপত্তা জোরদারে ওয়াচ টাওয়ার, পুলিশের টহল টিমের পাশাপাশি থাকবে, সিসিটিভি ক্যামেরার আওতায়। যাতায়াতের সুবিধার্থে কুড়িল, খামারবাড়ি, খেজুরবাগান, নরসিংদী ও গাজীপুর থেকে চালু থাকবে বিআরটিসির শাটল সার্ভিস।







