নারায়ণগঞ্জ জেলাধীন ফতুল্লা থানা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনিরুল আলম সেন্টু এবং নারায়ণগঞ্জ জেলাধীন ফতুল্লা থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারী) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
জানা গেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য মোঃ মনিরুল আলম সেন্টু এবং রিয়াদ মোহাম্মদ চৌধুরী-কে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। পরে আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।







