নারায়ণগঞ্জ । শুক্রবার
২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

আড়াইহাজারে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

আড়াইহাজারে ৬১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩১ ডিসেম্বর) রাতে উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার গহরদী গ্রামের মৃত দুলাল শিকারির ছেলে মো. শাহিন শিকারি (২৫) ও ডোমার চর গ্রামের মৃত আ. রাজ্জাক এর ছেলে মো. হাবিবুল্লাহ (৪৭)।  

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) রিপন কুমার সরকার পুলিশ এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >