নারায়ণগঞ্জে তারাবো বিশ্ব রোডে হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান
নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের তারাবো বিশ্বরোড ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলরত ব্যাটারী চালিত অটোরিকশা, সিএনজি, ফিটনেস বিহীন গণপরিবহন অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিনভর ঢাকা-সিলেট মহাসড়কের তারা বিশ্বরোডরোড মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) আবু নাঈম সিদ্দিকী।
এসময় গণপরিবহন ও থ্রি হুইলারের বিরুদ্ধে ২০টি মামলা করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিনব্যাপী মহাসড়কে চলাচলরত অবৈধ ব্যাটারী চালিত অটোরিকশা, সিএনজিসহ ফিটনেস বিহীন এবং রোড পারমিট ফেল করা গণপরিবহনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়েছে। এ সময় তারাবো বিশ্বরোরোডে চলাচল করায় বেশ কয়েকটি অটোরিকশা, সিএনজি আটক করা হয়।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) আবু নাঈম সিদ্দিকী বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক মহাসড়কে চলাচলকারী ব্যাটারী চালিত অটোরিকশা, সিএনজি বন্ধে এবং অবৈধ পার্কিংসহ বিভিন্ন গণপরিবহনের বিরুদ্ধে দিনব্যাপী বিশেষ অভিযান চালানো হয়।
এসময় থ্রি হুইলার গণপরিবহনের বিরুদ্ধে মোট ২০টি মামলা করা হয়েছে। মহাসড়কের বিশৃঙ্খলারোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :