২৮ অক্টোবর কর্ণফুলী টানেল উদ্বোধন করবেন শেখ হাসিনা


sohel Rana প্রকাশের সময় : অগাস্ট ১৯, ২০২৩, ৮:০৮ পূর্বাহ্ন /
২৮ অক্টোবর কর্ণফুলী টানেল উদ্বোধন করবেন শেখ হাসিনা

বিশেষ প্রতিবেদকঃ কর্ণফুলী নদীর নিচে দক্ষিণ এশিয়ার প্রথম রিভার টানেলের উদ্বোধন করা হবে ২৮ অক্টোবর। উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযোগ স্থাপন এবং ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজারের মধ্যে একটি নতুন সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বানানো হয়েছে এ টানেল।

তিন দশমিক ৩২ কিলোমিটার দৈর্ঘ্যের টানেলের টিউব দুটির দৈর্ঘ্য ২ দশমিক ৪৫ কিলোমিটার। একটির সঙ্গে অপর টিউবের দূরত্ব ১২ মিটারের মত। প্রতিটি টিউবে দুটি করে মোট চারটি লেইন রয়েছে।

এটির ‘সাউথ টিউব’ দিয়ে আনোয়ারা থেকে চট্টগ্রাম শহরে এবং উজানের দিকের ‘নর্থ টিউব’ দিয়ে চট্টগ্রামের নেভাল একাডেমির দিক থেকে আনোয়ারার দিকে যানবাহন চলাচল করবে।

টানেলের পূর্ব ও পশ্চিম প্রান্তে থাকছে ৫ দশমিক ৩৫ কিলোমিটার সংযোগ সড়ক। এছাড়া ৭২৭ মিটার দৈর্ঘ্যের একটি ওভারব্রিজও রয়েছে আনোয়ারা প্রান্তে।