বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আযম খান দাবি করেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গতরাত থেকেই ‘ক্রিটিক্যাল কন্ডিশনে’ চলে গেছেন।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেছেন।
যদিও বিএনপি থেকে বলা হয়েছে যে, মিসেস জিয়ার চিকিৎসা সম্পর্কে যে কোনো তথ্য গণমাধ্যমে উপস্থাপন করবেন দলটির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন।
আহমদ আযম খান সাংবাদিকদের আরও বলেছেন, খালেদা জিয়া ফিরে আসার জন্য ফাইট করছেন। বলা যায় ওনি খুব ডিপ কন্ডিশনে আছেন। ডিপ কন্ডিশনের ব্যাখ্যা দিতে চাই না। এটুকু বলতে চাই ডিপ কন্ডিশনে আছেন। এটাকে ভেন্টিলেশন বলতে পারেন বা খুব ক্রিটিক্যাল কন্ডিশনও বলতে পারেন।
“এ মুহুর্তে জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই,”




