টানা ব্যর্থতার বৃত্ত থেকে বের হয়ে নতুন সূচনার লক্ষ্য মেহেদী হাসান মিরাজদের। আজ শনিবার (১৮ অক্টোবর) ঘরের মাঠ মিরপুর শেরে–বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করছে বাংলাদেশ দল। ম্যাচটি শুরু হবে দুপুর ১:৩০টায়, সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।
সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ, যা ওয়ানডে ইতিহাসে প্রথম। ওই সিরিজে কোনো ম্যাচেই পূর্ণ ৫০ ওভার খেলতে পারেনি টাইগাররা। শেষ দুই ম্যাচে তো ৩০ ওভার পার হওয়ার আগেই ইনিংস গুটিয়ে যায়।

এই পরাজয়ের ধারা শুধু আফগানিস্তান সিরিজেই থেমে নেই। গত নভেম্বর থেকে টানা চার ওয়ানডে সিরিজে পরাজিত হয়েছে বাংলাদেশ—সবগুলোই বিদেশের মাটিতে। ঘরের মাঠে নিজেদের শেষ ওয়ানডে সিরিজে ২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কাকে অবশ্য ২-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এছাড়া ক্যারিবিয়ানদের নিয়ে আছে সুখস্মৃতি। সর্বশেষ ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সফরে এসেছিল। সেবার টাইগাররা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাদের হোয়াইটওয়াশ করেছিল।
পরিসংখ্যান বলছে, জিম্বাবুয়ের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজই একমাত্র টেস্ট খেলুড়ে দেশ, যাদের বিপক্ষে বাংলাদেশ নিয়মিতভাবে ওয়ানডেতে জয় পেয়েছে। দুই দলের মুখোমুখি ৪৭ ম্যাচে ২৪ জয়ে এগিয়ে ক্যারিবীয়রা। বাংলাদেশ জিতেছে ২১ ম্যাচ, বাকি দুটি পরিত্যক্ত হয়েছে।