নারায়ণগঞ্জ । শুক্রবার
২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ,
৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

দেশের ক্রীড়াঙ্গনে কোকোর ব্যাপক অবদান রয়েছে : টিটু

ফতুল্লা থানা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী শহিদুল ইসলাম টিটু বলেছেন, ‘আমি আলীগঞ্জ ক্লাবের সবাইকে অভিন্দন জানাই, সুন্দর ভাবে নুর মোহাম্মদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা সম্পন্ন করার জন্য। খেলাধুলার মধ্যমে শারীরিক ও মানসিক প্রতিভার বিকাশ ঘটে। শারীরিক ভাবে আমাদের সুস্থ্য থাকতে হলে খেলাধুলার বিকল্প নেই। তাই আমি আলীগঞ্জ ক্লাবকে অনুরোধ করব, আগামীতে যেন আরাফাত রহমান কোকোর স্মরনে একটি ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেন। আমি আপনাদের সর্বাত্মক ভাবে সহযোগিতা করবো। কারণ আরাফাত রহমান কোকো শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। তিনি ছিলেন দেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠক। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তার অনেক অবদান রয়েছে।

১২ অক্টোবর রবিবার বিকালে আলীগঞ্জ খেলার মাঠে অনুষ্ঠিত আলীগঞ্জ ক্লাবের উদ্যোগে আয়োজিত ৪র্থ নুর মোহাম্মদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় তিনি আরো বলেন, খেলাধুলাই পারে মাদকের ভয়াল আগ্রাসন থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে। তাই আসুন আমরা খেলাধুলার মাধ্যমে মাদকের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলি।

আলীগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক হাজী নুরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টি সহ-সভাপতি মোঃ আবু জাফর, ঢাকা দক্ষিণ ১৮ নং ওয়ার্ড সাধারন সম্পাদক হাজী মোক্তার হোসেন, সাবেক জাতীয় দলের ফুটবলার মোঃ ইহসান উল্লাহ ইসা, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক আনিসুর রহমান আনিস, বিএনপি নেতা কামাল হোসেন, ফতুল্লা থানা বিএনপি সাবেক আহবায়ক কমিটির সদস্য আবু মুছা বখতিয়ার সোহাগ, ফতুল্লা থানা জাসাসের সহ সভাপতি নাট্য ব্যক্তিত্ব ফজলুল হক পলাশ, বিএনপি নেতা কামাল হোসেন,পাগলা বাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি সাওয়াত হোসেন শওকত, আলীগঞ্জ ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সামসুল হক, সার্বিক তত্বাবধানে ছিলেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক হাজী মোঃ আঃ হান্নান, সদস্য সচিব রফিকুল ইসলাম শামীম, সদস্য হারুন মুরাদ, রাজিব, ওয়াসিম, নির্ধারিত সময়ে খেলার ফলাফল না হওয়ায় রেইনবো ক্লাব টাইব্রেকারে ৫-৪ গোলে আকবর স্পোর্টিং ক্লাব তালেপুরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >