নারায়ণগঞ্জ । শুক্রবার
২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ,
৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বের প্রথম বিলিওনিয়ার ফুটবলার রোলানদো

ফুটবল ইতিহাসে নতুন মাইলফলক গড়লেন পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিলিওনিয়ার এর খাতায় নিজের নাম লিখিয়েছেন তিনি।
অর্থাৎ, এখন রোনালদোর মোট সম্পদের পরিমাণ ১.৪ বিলিয়ন মার্কিন ডলার— যা বাংলাদেশি টাকায় প্রায় দেড় হাজার কোটি টাকারও বেশি!

অর্থনৈতিক সূচক ব্লুমবার্গ বিলিওনিয়ার ইনডেক্সে সম্প্রতি রোনালদোর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তালিকায় বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের সম্পদ নির্ধারণ করা হয় বেতন, বিনিয়োগ, ব্যবসা, সম্পত্তি ও অন্যান্য আয়ের উৎসের ভিত্তিতে।

দীর্ঘদিন ধরেই রোনালদো ও তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি প্রায় সমান আয় করতেন। তবে ২০২৩ সালে মোড় ঘুরে যায়— সৌদি আরবের ক্লাব আল-নাসর-এর সঙ্গে রোনালদো করেন ২০০ মিলিয়ন ডলারের রেকর্ড চুক্তি, যা পরে নবায়ন হয়ে এখন দাঁড়িয়েছে ৪০০ মিলিয়ন ডলারেরও বেশি!
শুধু তাই নয়, তিনি ক্লাবটির একাংশের মালিকও বনে গেছেন।

অন্যদিকে, মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে খেলছেন। তার আয় তুলনামূলক কম হলেও, অবসরের পর ক্লাবের অংশীদার হওয়ার সুযোগ তাকে আবারও রোনালদোর সমান অবস্থানে নিয়ে যেতে পারে বলে মনে করছে ব্লুমবার্গ।

৪০ বছর বয়সী এই ফুটবল আইকন এখন পর্যন্ত জিতেছেন—৫টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ,১টি উয়েফা ইউরো ২টি নেশনস লিগ শিরোপা

খেলার পাশাপাশি রোনালদোর বড় আয়ের উৎস হলো নাইকিসহ বিশ্বব্যাপী নানা ব্র্যান্ডের সঙ্গে তার স্পনসরশিপ ও ব্যবসা।

অর্থনৈতিক দিক থেকেও তিনি এখন কিংবদন্তি—
রোনালদো চাইলে তার টাকায় ১০ লাখের বেশি নতুন আইফোন কিংবা প্রায় সাতটি ওয়েম্বলি স্টেডিয়াম কিনে ফেলতে পারেন!

একের পর এক রেকর্ড গড়া রোনালদো এবার ফুটবলের বাইরেও ইতিহাসের পাতায় লিখে নিলেন নিজের নাম।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >