বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন,”মানুষ প্রচেষ্টাকারী আর ভাগ্য বিধাতার হাতে,যেখানে আমার ভাগ্য আছে আমি সেখান থেকেই মানুষের কল্যানে কাজ করবো।তবে আজকে আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি,আমি যতদিন বেচে থাকবো আপনাদের প্রতিনিধি হই বা না হই সিদ্ধিরগঞ্জবাসীর কল্যানে আমার সাধ্যানুযায়ী কাজ করে যাবো।আপনাদের ভালোবাসায় আমি ঋণী , আমার পরে আমার সন্তানরাও আপনাদের ঋণ পরিশোধ এ চেষ্টা করবে।মানুষের সেবা করা আমার বংশ পরম্পরায় অব্যাহত থাকবে ইনশাআল্লাহ”।
রবিবার (১৯ অক্টোবর) বিকালে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের ৭,৮এবং ৯ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,আমি প্রতিদিনই বিএনপির পক্ষে নারায়ণগঞ্জ জেলার ৫টি নির্বাচনী এলাকায় কাজ করছি।বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয়ী করার লক্ষে আমি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি।স্বৈরাচার বিরোধী আন্দোলনে জনাব তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন এবং অনেক ষড়যন্ত্র প্রতিহত করে দলকে সুসংগঠিত করেছেন।দেশবাসী এখন বিএনপিকে ভালোবাসে,দেশের মানুষ বিএনপিকে চায়।আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার ৩টি প্রহসনের নির্বাচন দিয়েছে দেশের জনগণ তাদের ভোটের অধীকার হারিয়েছে।এখন বাংলাদেশের মানুষ সত্যিকারের নির্বাচন চায়,সুষ্ঠ নির্বাচন চায় এবং ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়ী করে রাষ্ট্র ব্যবস্থার ভার দিতে চায়।কেননা,দেশের মানুষ জানে,হাসিনার ধ্বংস করে যাওয়া এই বিধ্বস্ত বাংলাকে উন্নয়নের শিখরে তুলতে পারে একমাত্র দেশের সবচেয়ে বড় শক্তিশালী দল বিএনপি।বিএনপির রয়েছে তিন তিন বারের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা।বিএনপি রাষ্ট্র পরিচালনায় সুযোগ পেলে আমরা আপনাদের সকল প্রত্যাশা পূরণ করবো ।
এসময়ে তিনি তারেক জিয়ার প্রস্তাবিত ৩১ দফা রাষ্ট্র মেরামত নিয়েও কথা বলেন, এবং সহকর্মী নেতৃবৃন্দদের ধন্যবাদ জ্ঞাপন ও সুস্বাস্থ্য কামনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি জি,এম, সাদরিল, ফুতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, হাজী বিল্লাল হোসেন, লোকমান হোসেন, যুগ্ম-সাধারন সম্পাদক হাসান মাহামুদ পলাশ, মঈনুল হোসেন রতন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, মাহাবুবুর রহমান সুমন, আশিক মাহমুদ সুমন ও ফয়সাল আহম্মেদসহ আরো অনেকে।