নারায়ণগঞ্জ । শুক্রবার
২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ,
৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সকল ষড়যন্ত্র রুখে দেশের মানুষের কল্যানে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবেঃগিয়াস উদ্দিন

নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে এবং সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে বিএনপিকে বিপুল ভোটে জয়যুক্ত করবে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে সিদ্ধিরগঞ্জের ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে নির্বাচনী পথ সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,১৬ বছর ধরে স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপি নেতা কর্মীরা আন্দোলন করে গেছেন তারেক রহমানের নির্দেশে,এবং অবশেষে ছাত্র জনতার চূড়ান্ত আন্দোলনে হাসিনার পতনের পর আমরা বিজয় লাভ করি।সংগ্রামী মানুষের অংশগ্রহণে অর্জিত বিজয় দেখে কিছু স্বার্থবাদী মানুষ এই আন্দোলনে বিরোধীতা করেছে এবং এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে।

বাংলাদেশের সুখ,শান্তি ও উন্নয়নে ষড়যন্ত্রকারীদের দুঃখ হয় বলে মন্তব্য করেছেন তিনি,এবং ষড়যন্ত্রকারীরা বিভিন্ন দাবীর নামে বারংবার যে সমস্ত আন্দোলন করে যাচ্ছে তা দেশের উন্নয়নকে ব্যহত করার মূল কারন হিসাবেও আখ্যায়িত করেছেন তিনি।

সকল ষড়যন্ত্র রুখে দেশের মানুষের কল্যানে,দেশের মানুষের সেবায় ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি

তিনি আরো বলে,হাসিনা পতনের মূল কারন ছিলো ৩ টি নির্বাচনে জনগনের ভোটাধিকার ক্ষুন্ন করা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এর অধীনে জনগন এই অধীকার পাবে বলে আমি আশাবাদি। বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে এবং সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে বিএনপিকে বিপুল ভোটে জয়যুক্ত করবে।

হাসিনার ধ্বংস করে যাওয়া দেশের উন্নয়নে তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র মেরামত কর্মসূচি নিয়েও তৃণমূল নেতাকর্মীদের দেশ গড়ার তাগিদ দেন তিনি।এবং,প্রশাসনের অতীত গ্লানি,ভুলত্রুটি এবং গাফেলতির জন্য আজকে যারা খেসারত দিচ্ছে তা বিবেচনায় রেখে প্রশাসনের পক্ষ্য থেকে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

সবশেষে জনগনের অবাধ সুষ্ঠ ভোটাধিকার সুনিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসন এর সুনজর আশা করেছেন তিনি, হুশিয়ারি দিয়ে বলেন যদি কেউ নির্বাচনকে ব্যহত করতে চায় তাহলে কঠোর হাতে তা প্রতিহত করা হবে।

৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ তৈয়ব হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ মোহাম্মদ মাসুদ করিমের সঞ্চালনায় উক্ত পথসভায় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম,এ,হালিম জুয়েল, সোনারগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি জি এম সাদরিল, সেলিম মাহমুদ, ডি এইচ বাবুল, রওশন আলী, এ্যাডঃ মাসুদুজ্জামান মন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম সম্পাদক কামরুল হাসান শরীফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, আশরাফ হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ভূইয়া, সহ-সভাপতি কাজী শাকিল, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি একে হীরা, সাবেক সাধারন সম্পাদক শাহাদাত হোসেন রনি ও ফেরদৌস সহআরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >