নারায়ণগঞ্জ । শুক্রবার
২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ,
৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বন্দরে যুবলীগ নেতা দ্বীন ইসলামের বিএনপিতে ‘পূর্ণবাসন’ নিয়ে তোলপাড়

নির্বাচন সামনে রেখে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি কমিটি গঠন করতে যাচ্ছে। কিন্তু ৫নং ওয়ার্ডের কমিটিতে বিতর্কিত যুবলীগ নেতা দ্বীন ইসলামকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব নিয়ে ত্যাগী নেতাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

কমিটি গঠন নিয়ে তোড়জোড় শুরু করেছে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ্ মুকুল ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।জানা গেছে, কমিটি গঠনের জন্য জিওধরা এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় ৫নং ওয়ার্ডের দায়িত্ব দ্বীন ইসলামের হাতে দেওয়ার বিষয়টি উঠে আসে যা নিয়ে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

একজন যুবলীগ নেতাকে পাশে নিয়ে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ্ মুকুল ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা নিয়ে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে।

স্থানীয় সূত্রের অভিযোগ, দ্বীনের বিরুদ্ধে চাঁদাবাজি, অবৈধ ড্রেজার ব্যবসা এবং প্রকাশ্যে অস্ত্র হাতে মারধরের ভিডিও ইতোমধ্যে ভাইরাল।

স্বৈরাচার শেখ হাসিনার ৫ আগস্টে পালিয়ে যাওয়ার পর ভোল্ট পাল্টিয়ে যুবদলে সক্রিয় হয় বিএনপির নেতাদের ম্যানেজ করে।
স্থানীয় ভুক্তভোগীরা জানান, আগে করতো যুবলীগ এখন করে বিএনপি। তার পুরো পরিবার আওয়ামীলীগের সুবিধাভোগী। ৫ আগস্ট সরকার পতনের পর আদমপুর চৌরাস্তা এলাকায় যুবদলের নামে প্রকাশ্যে অস্ত্র হাতে নিয়ে রাস্তায় ফেলে কুপিয়েছে। তার দুই ভাই এলাকায় মাদক ব্যবসা করে যাচ্ছে। তাদের অত্যাচার-নির্যাতনে অতিষ্ঠ হলেও কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, “কোনও স্বৈরাচার দোসর যুবদল বা বিএনপিতে স্থান পাবে না।”

তবুও কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবার বিতর্কিত নেতার হাতে কমিটির দায়িত্ব দিতে যাচ্ছেন। সিদ্ধান্তটি দীর্ঘদিনের ত্যাগী নেতাদের মধ্যে ক্ষোভের ঝড় তুলেছে

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >