নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিনের নির্দেশে সিদ্ধিরগঞ্জ ২নং ওয়ার্ড কৃষকদল ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে নির্বাচনী লিফলেট বিতরণ করেছে।
বুধবার (৮ অক্টোবর) বিকালে সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড, মৌচাক মদিনা মসজিদ, মিজমিজি চৌধুরীপাড়াসহ বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ অনুষ্ঠানে ২নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতাউর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সাবেক আহবায়ক তৈয়ম হোসেন, সাবেক যুগ্ম-আহবায়ক সেন্টু বেপারী, সহ-সভাপতি মাহফুজুর রহমান, যুগ্ম-সম্পাদক শামীম, দপ্তর সম্পাদক মামুন রহমান হিৃদয়সহ অন্য নেতৃবৃন্দ।
কৃষকদল নেতারা জানান, ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে প্রার্থী ও প্রতীকের পরিচিতি বৃদ্ধি করাই এই লিফলেট বিতরণের মূল উদ্দেশ্য।







