চট্টগ্রামের রাউজানের মোহাম্মদ আবদুল হাকিম (৬৫) নামে এক বিএনপি নেতাকে হাটহাজারীর মদুনাঘাট এলাকায় গাড়িতে থাকাবস্থায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বিএনপি নেতা গিয়াস কাদের চৌধুরীর অনুসারী বলে জানা গেছে।
নিহত আবদুল হাকিম উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দা এবং ওই এলাকায় তার প্রতিষ্ঠিত হামিম অ্যাগ্রো নামে একটি গরুর খামারের স্বত্বাধিকারী।
এদিকে ঘটনার প্রতিবাদে গিয়াস কাদেরের অনুসারীরা মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক অবরোধ করেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৮টা) সড়কের দুইপাশে যান চলাচল বন্ধ রয়েছে।
এর আগে মঙ্গলবার বিকেলে হাটহাজারীর মদুনাঘাট ব্রিজ এলাকায় মোটরসাইকেলযোগে এসে তাকে বহনকারী প্রাইভেটকারে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে তিনি গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলে তার ব্যবহৃত গাড়িটি পড়ে থাকতে দেখা গেছে।তবে বিএনপির এই নেতাকে কে বা কারা, কি কারণে গুলি করেছে সে বিষয়ে এখনও কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘গুলির সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে এলে বিস্তারিত জানাতে পারবো। এরপর আইনি প্রক্রিয়ার দিকে যাবো।’







