শিল্পপতি মাসুদুজ্জামান ওরফে মডেল মাসুদ সাবেক এমপি সেলিম ওসমানের প্রেসক্রিপশনে মাঠে নেমে বিএনপির মনোনয়ন শিকারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
১৯ আগস্ট দুপুরে আদালতপাড়ায় নির্বাচনে ফোরামের প্রচারণায় মডেল মাসুদের কড়া সমালোচনা করে সাখাওয়াত হোসেন খান বলেন, সেলিম ওসমানের প্রেসক্রিপশনে শিল্পপতি যারা বিএনপির মনোনয়ন শিকারের জন্য নেমেছেন তারা আইনজীবী সমিতিতে বিশৃঙ্খলা করতে চায়। তারা বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা সেলিম ওসমানের পক্ষে অবস্থান নিয়েছেন। যারা ‘মেড ইন নারায়ণগঞ্জ’ বলেন তারা যদি বিএনপি হয়ে থাকেন তাহলে বিএনপির প্যানেলের জন্য কাজ করেন। আপনি বিদ্রোহী প্যানেলের জন্য ভোট চাইছেন। কোন কোন আইনজীবীর কাছে ফোন করে ভোট চাচ্ছেন তার প্রমাণ আছে আমাদের কাছে। যথাসময়ে আমরা সেগুলো প্রমাণ হিসেবে উপস্থাপন করবো। দলের কেন্দ্র ও তারেক রহমানের কাছেও জানাবো। কোন শিল্পপতি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারবে না যদি আমরা ঠিক থাকি।’
এর আগে মডেল মাসুদকে বসন্তের কোকিল ও সুদিনের মধুখোর বলেও মন্তব্য করেছিলেন সাখাওয়াত হোসেন খান।








