নারায়ণগঞ্জ । শুক্রবার
২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ,
৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

তুহিন হত্যায় বিপিজেএ না.গঞ্জ শাখার পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু বিচার দাবী করেছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখা।


শনিবার এক বিবৃতিতে সভাপতি এনামুল হক সিদ্দিকী ও সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে এ নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে সাংবাদিক তুহিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন তারা।


বিবৃতিতে সাংবাদিক তুহিনের খুনিদের অবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচার আইনে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।


এর আগে গত ৭ আগস্ট রাতে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে হত্যাকাণ্ডের শিকার হন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন।


সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >