নারায়ণগঞ্জ । শুক্রবার
২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ,
৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ফটো সাংবাদিক শিপনের মৃত্যুতে বাংলাদেশ ফটোজার্নালিস্টস এসোসিয়েশন,নারায়ণগঞ্জ জেলার শোক

বাংলাদেশ ফটোজার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সদস্য সিনিয়র ফটো সাংবাদিক শিপন আহম্মেদ এর মৃত্যুতে এসোসিয়েশনের জেলা শাখার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন সভাপতি ও সাধারণ সম্পাদক।

এক বিবৃতিতে এসোসিয়েশনের জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সিদ্দিকী ও সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম বলেছেন, শিপন আহম্মেদ একজন সৎ, সাহসী ও সু-পরিচিত ফটো সাংবাদিক ছিলেন। তিনি নির অহংকারী মিশুক প্রকৃতিরও ছিলেন। তার মৃত্যুতে এসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন সভাপতি ও সাধারণ সম্পাদক। তারা বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মৃত্যুকালে তার বয়স ছিলো ৫২ বছর। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ১৪ অক্টোবর রাত ২ টায় হার্ট এ্যাটাক করে শহরের ইসলাম হার্ট সেন্টার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দেওভোগ বড় জামে মসজিদে প্রথম জানাযা ও পৈত্রিক বাড়ী দক্ষিণ নলুয়া জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে পাইকপাড়া বড় কবর স্থানে তাকে দাফন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >