নারায়ণগঞ্জ । শুক্রবার
২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ,
৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রদলের পদবঞ্চিতদের অনশন ,খোজঁ নেয়নি বিএনপির কোনো পক্ষ

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করার দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিলের পর দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছে পদবঞ্চিত নেতাকর্মীদের একাংশ। আজ বুধবার (২২ অক্টোবর) অনশনের দ্বিতীয় দিনেও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাদের অবস্থান অব্যাহত রয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় বিক্ষুব্ধরা ‘ছাত্রদলের অধিকার, দিতে হবে দিয়ে দাও’, ”ছাত্রদলের পরিচয়, দিতে হবে দিয়ে দাও’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

অনশনরত পদবঞ্চিত নেতারা দলীয় নেতৃত্বের প্রতি তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। তারা অভিযোগ করেন, “দলের এই অমানবিক আচার-আচরণ আমরা আশা করি নাই। অনশনের দ্বিতীয় দিন চলছে, অথচ দল থেকে এখনো কোনো পর্যায়ের নেতাকর্মীরা আমাদের সাথে কথা বলেনি বা কোনো সান্ত্বনাও দেয়নি।”

বিক্ষুব্ধ নেতাকর্মীরা জানান, ২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাছির উদ্দিন নাছিরকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট ছাত্রদলের কমিটি গঠন করে বিএনপি। পরে একই বছরের জুন মাসের ১৫ তারিখে ২৬০ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।

তাদের অভিযোগ, বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষ হওয়ার পথে হলেও গত দেড় বছরেও পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়নি। আংশিক কমিটি গঠনের সময় আন্দোলন-সংগ্রামের সম্মুখ সারির অনেককেই বাদ দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় তারা দলীয় পরিচয়হীনতায় ভুগছেন বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >