নারায়ণগঞ্জ । শুক্রবার
২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ,
৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

দুই সপ্তাহে আড়াই কোটি টাকার জাল ধ্বংস

রাজবাড়ীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ ধরার অপরাধে নিষেধাজ্ঞার শুরু থেকে এখন পর্যন্ত ১৪ দিনে দুই কোটি ৫৯ লাখ ৪০ হাজার টাকার জাল পুড়িয়ে ধ্বংস করে হয়েছে। সেইসাথে ১২২ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহাবুব উল হক।

জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, গত চার অক্টোবর থেকে ১৭ অক্টোবর বিকেল তিনটা পর্যন্ত ১১৩টি অভিযানে ৩৭টি মোবাইল কোর্ট করা হয়েছে। এ সময় ৪৮৪ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। ১৩ লাখ ৫৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য দুই কোটি ৫৯ লাখ ৪০ হাজার টাকা।এ ছাড়া, ১২২ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। ২২ জনের নামে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং অভিযানে আটককৃত নৌকা নিলামে বিক্রি করে ৯৭ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে। জেলেদের ৭৩ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >