রাজনৈতিক দল হিসেবে ‘আম জনতার দল’ এর নিবন্ধন না হওয়ায় দলটির সদস্য সচিব তারেক রহমান দ্বিতীয় দিনের মতো নির্বাচন ভবনের সামনে আমরণ অনশন করছেন।
দলের নেতাকর্মীদের তথ্য অনুযায়ী, গতকাল থেকে চলমান অনশনে আজ পর্যন্ত তিনি কিছুই খাননি। শারীরিকভাবে অসুস্থ হওয়ায় এখানে অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল থেকে তার অবস্থান শুরু হয় এবং রাতেও তিনি একই স্থানে ছিলেন। বুধবার সারাদিন গেলেও তিনি অনশনে অনড় রয়েছেন।
এর আগে, সকালে তার পক্ষে সংহতি জানিয়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন তার পাশে দাঁড়ান। পরে তিনি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে আম জনতার দলের নিবন্ধনের বিষয়টি গুরুত্বরোপ করেন। প্রধান নির্বাচন কমিশনার পরবর্তী কমিশন সভায় বিষয়টি আলোচনা হবে বলে আশ্বাস দেন বলে জানান রাশেদ খাঁন।
রাশেদ খাঁন নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, আমি নির্বাচন কমিশনের প্রধান ফটকের এক পাশে বসে আছি। সহযোদ্ধাদের এখানে আসতে দেই না যাতে গেটে যাওয়া-আসার সমস্যা না হয়। কিন্তু তারা গেট পুরো লক করে অন্য পাশের পকেট গেট দিয়ে যাওয়া-আসা করছে। পকেট গেটের পাশে বসলে এটা খুলে দিচ্ছে, আবার এক পাশে বসলে অন্যটা খুলে দিচ্ছে। এখনো সুস্থ আছি। এই অনশন নির্বাচন কমিশনের জুলুমের বিরুদ্ধে।







