অভিনয়, সংগীত ও সামাজিক কর্মকাণ্ডে আলোচিত নাম আশরাফুল হোসেন ওরফে হিরো আলম আবারও আলোচনায়। তবে এবার তিনি আলোচনায় এসেছেন নতুন ঘোষণা দিয়ে।এবারে বগুড়া নয়, বরং ঢাকা- ১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
নির্বাচনকে কেবল জয়ের প্রতিযোগিতা নয়,একটি প্রতিবাদের মঞ্চ হিসেবেই দেখছেন হিরো আলম। নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন,“নির্বাচনে অংশ নেওয়া আমার কাছে শুধু জয়ের বিষয় না, এটা একটা প্রতিবাদের মাধ্যমও। আগে যেমন প্রতিবাদ করেছি, এবারও করব।জিতি বা হারি তাতে কোনো কিছু আসে যায় না,আমি জয় চাই না শুধু চাই দেশে এখন একটা সুষ্ঠু নির্বাচন হোক। এটাই সবার প্রত্যাশা, আমিও তাই চাই। কিন্তু নির্বাচন নিয়ে নানা টালবাহানা চলছে। তাই আমি নির্বাচনে যাচ্ছি। আমি ১০০ ভোট পেলেও কোনো সমস্যা নেই। শুধু চাই নির্বাচন হোক, সুষ্ঠুভাবে হোক, মানুষ যেন উৎসব করে ভোট দিতে পারে।”
হিরো আলম আরো জানান, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে তার কথা চলছে, তবে এখনও কোনো দলের সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তার ভাষায়ঃ-“অনেক দলের প্রধানের সঙ্গে কথা হচ্ছে। দলগুলো যেসব প্রস্তাব দিচ্ছে সেগুলো আমি মানতে পারব কি না সেটা ভেবে দেখছি। ব্যাটে-বলে মিললে কোনো দলে যাব, নইলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ব।”
উল্লেখ্য, ঢাকা-১৭ আসনটি ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, বারিধারা, মহাখালী ও মিরপুরের কিছু অংশ নিয়ে গঠিত। এখানে মোট ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন ভোটার রয়েছেন। এই আসনে এর আগে হিরো আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যা সেই সময় ব্যাপক আলোচনার জন্ম দেয়।
রাজনীতির মাঠে নিজের জায়গা পাকা করতে দৃঢ়প্রতিজ্ঞ হিরো আলম এবারও জানালেন বার্তাঃ“মানুষের কণ্ঠস্বর হয়ে উঠাই আমার লক্ষ্য। জেতা নয় লড়াটাই আমার আসল পরিচয়।”







