নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পূর্ন প্যানেলকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার।
রুহুল আমিন শিকদার বলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যেই প্যানেল দিয়েছে, ‘এই প্যানেলের প্রত্যেকেই হলো কল্যাণকামী মানুষ। বিগত একটি বছর তারা আইনজীবীদের কল্যাণে কাজ করেছে। এবারের ভোটের মাধ্যমে বিজয়ী হলে আগামীতেও তারা আইনজীবীদের কল্যাণে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। আসলে বিগত সময়ে আমরা আইনজীবীদের পাশে ছিলাম, কিন্তু রাজনৈতিক কারণে আমাদেরকে নানা ভাবে দূরে সরিয়ে রেখেছিলো স্বৈরাচারের লোকেরা। আজ তারাই তাদের কৃতকর্মের কারণে দূরে সরে গেছে। আমরা আইনজীবীদের যেকোনো বিষয়ে পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। সকল আইনজীবীদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা আমাদের নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যেই প্যানেলকে ভোট দিয়ে বিজয়ী করবেন। এতে করে দলমত নির্বিশেষে সকল আইনজীবী এবং সমিতির বার ভবনের উন্নয়ন সাধিত হবে ইনশাআল্লাহ।’
গতকাল নারায়ণগঞ্জ আদালতে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রদত্ত প্যানেলের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে রুহুল আমিন শিকদার এসব কথা বলেন। এসময় বিভিন্ন স্তরের আইনজীবীগণ উপস্থিত ছিলেন।







