নারায়ণগঞ্জ । শুক্রবার
২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ,
৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রীর বস্তাবন্দী লাশ উদ্ধার,গ্রেপ্তার স্বামী

ঝিনাইদহে তাসলিমা হত্যা মামলায় তার স্বামী লাল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) মধ্যরাতে হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে লাল মিয়া তার স্ত্রী তাসলিমাকে শ্বাসরোধে হত্যা করে বলে স্বীকার করেছে।জিজ্ঞাসাবাদ শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গত ১২ অক্টোবর রাতে ঝিনাইদহ শহরতলীর গোপিনাথপুর এলাকার কাঠের আড়ত থেকে তাসলিমা খাতুন নামের এক গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে রাজন বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >