রাজবাড়ী: দেশীয় মাছ রক্ষায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিশেষ অভিযানে প্রায় ৭ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস করেছে সামারি ট্রায়াল আদালত। শনিবার (১৬ আগস্ট) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত জামালপুর ইউনিয়নের মাশালিয়ার বিলে টানা ৫ ঘণ্টা এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন রাজবাড়ীর প্রথম আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসান। এসময় প্রায় ১৫০টি জাল (১৫ হাজার মিটার) জব্দ করে রাজবাড়ী শহরের শহিদ খুশি রেলওয়ে মাঠে পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংসকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা। এছাড়া একজন জাল বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।






