রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হওয়া মোস্তাসেরুল আলম অনিন্দ্য (৩৩) রাজধানীর হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মামলা থেকে রাজনৈতিক প্রভাবে রেহাই পেয়েছিলেন। শুধু তা-ই নয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের শিক্ষক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেপ্তার হলেও তিনি পার পেয়ে গিয়েছিলেন।
শনিবার (১৬ আগস্ট) পুলিশ ও সেনাবাহিনীর অভিযানে দুই সহযোগীসহ গ্রেপ্তার হয়েছেন তিনি। রাজশাহী নগরের কাদিরগঞ্জে বাড়ির পাশেই তিনি একটি কোচিং সেন্টার পরিচালনা করতেন। এদিন ভোর থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত সেনাবাহিনী ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কুইক রেসপন্স টিম (সিআরটি) যৌথ অভিযান পরিচালনা করে।
অনিন্দ্যের বাবা শফিউল আলম লাট্টু রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি। তবে অনিন্দ্য সম্পর্কে আওয়ামী লীগ নেতা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই। রাজনৈতিক প্রভাবের কারণে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ ওঠার পরও অনিন্দ্য রেহাই পেয়ে যান বলে অভিযোগ রয়েছে।
তথ্য সূত্র ও ছবি : রাইজিং বিডি






