নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান বলেছেন, আগামী ২৮ তারিখের নির্বাচন অবাধ ও সুষ্ঠু যেন হয়, সেই পরিবেশ আমরা তৈরী করেছি। কিন্তু ইতিপূর্বে আওয়ামী লীগের সময়কালে সেই পরিবেশ ছিলো না। তারা তাদের প্যানেল কে বিজয়ী করতে বহিরাগত গুন্ডা ভাড়া করে আদালত পাড়ায় মহড়া দিতো। আমাদের সাধারণ আইনজীবীদের উপর শারীরিক ও মানসিক টর্চার করতো। কিন্তু এগুলো আর নারায়ণগঞ্জ আদালত পাড়ায় আমরা হতে দিব না। আগামীতে যেই নির্বাচন হবে, সেই নির্বাচনে সাধারণ আইনজীবীরা তাদের ভোটের মাধ্যমেই নেতা নির্বাচন করবে। আমি আইনজীবী ফোরামের সেক্রেটারি পদপ্রার্থী হিসেবে বলতে চাই, আমাদের আমি সহ আমাদের পূর্ন প্যানেল নির্বাচিত হলে, আমরা দল মত নির্বিশেষে সকল আইনজীবীদের জন্য কাজ করবো। কোনো বৈষম্য থাকবে না।
গতকাল নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পরিচিতি ও নির্বাচন কেন্দ্রীক আলোচনা সভায় সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান এসব কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সার্বিক আয়োজনে ও ব্যবস্থাপনায় এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা শাখার নির্বাচন পরিচালনার কমিটির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা শাখার নির্বাচন পরিচালনার কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। অনুষ্ঠানে বক্তারা নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেলকে জয়ী করার আহবান জানান।







