নারায়ণগঞ্জ । শুক্রবার
২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ,
৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে ডেঙ্গু দমনে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মশক নিধন অভিযান

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মশক নিধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি তালতলা গাজী ভবন এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এবং আহ্বায়ক রিপন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু।

কর্মসূচিতে ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ স্প্রে করা হয় এবং স্থানীয়দের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করার লক্ষ্যে প্রচারণা চালানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে মমিনুর রহমান বাবু বলেন,“ডেঙ্গুর প্রাদুর্ভাব এখন সারাদেশে ছড়িয়ে পড়েছে। এককভাবে এটি মোকাবিলা করা সম্ভব নয়। তাই প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখলে ডেঙ্গুর লার্ভা জন্ম নেবে না। আমি যদি নিরাপদ থাকি, আমার চারপাশের মানুষও নিরাপদ থাকবে। সবাই নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব।”

এসময় উপস্থিত ছিলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. মিজানুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী মনির হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রেদোয়ান হোসেন পাপ্পু, যুগ্ম আহ্বায়ক আহম্মেদ হুমায়ুন কবির, এ এম কর্ণেল, সদস্য সোহাগ মিয়া, শহিদুল ইসলাম প্রিন্স, ইঞ্জি. রাসেল, জাহিদুল ইসলাম রনি, ইব্রাহিম, নাসিক ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী মো. আলী হোসেন, সাধারণ সম্পাদক প্রার্থী জুবায়ের, শাকিল হোসেন, তানভীর হোসেন, সুমন ও গাজী স্বপনসহ আরও অনেকে।

কর্মসূচির মাধ্যমে স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা রক্ষায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >