নারায়ণগঞ্জ । শুক্রবার
২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ,
৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ফতুল্লার ৩ প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের ভূইগড় এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা।

অভিযান চলাকালে ভূইগড় এলাকায় তিনটি স্পটে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর মধ্যে রয়েছে রাকি স্পেশাল চানাচুর ফ্যাক্টরি, যেখানে বার বার্নার ১৫০ ঘনফুট ও স্টার বার্নার ১৫০ ঘনফুটসহ মোট ৩০০ ঘনফুট অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।এন–৩–এস ওয়াশিং প্ল্যান্ট, এখানে ০৪টি ড্রায়ারসহ মোট ১,২০০ ঘনফুট গ্যাস সংযোগ কাটা হয়।এবং সূচি প্রিমিয়াম বেকারী, এখানে ০৪টি ওভেন (১,৮০০ ঘনফুট), ০১টি টানেল (১,০০০ ঘনফুট) এবং ০১টি স্টার বার্নার (৪৫ ঘনফুট)সহ মোট ২,৮৪৫ ঘনফুট অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিনটি স্পটে সর্বমোট ৬,৩৪৫ ঘনফুট অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া অভিযানে আনুমানিক ৩০০ ফুট জিআই পাইপ জব্দ করা হয় এবং মোট ৪ লক্ষ ৪২ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >