রবিবার (১২ অক্টোবর) সকাল আনুমানিক ১১.৩০ ঘটিকায় রামারবাগ, ফতুল্লা, নারায়ণগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে ভিকটিম বিকাশ (৫০), পিতাঃ মৃত্যু বারেন্দ্র, সাং-বরগাও, থানাঃ সাল্লা, জেলাঃ সুনামগঞ্জ, এ/পি সাং-রামারবাগ, ফতুল্লা, নারায়ণগঞ্জ এলাকায় সোলেয়মান এর বাসার ভাড়াটিয়া এর মৃত্যু হয়।
রামারবাগ, ফতুল্লা, নারায়ণগঞ্জ এলাকায় সোলেয়মান এর বাসার অপর ভাড়াটিয়া স্বামী/স্ত্রী ওয়াসিম এবং শিল্পীর ঝগড়া লাগলে ভিকটিম ঝগড়া থামাতে গেলে ওয়াসিম ভিকটিমকে সজোরে ধাক্কা দেন। ওয়াসিম এর ধাক্কায় পড়ে গিয়ে ভিকটিম অসুস্থবোধ (মাটিতে লুটিয়ে পরে অচেতন হয়ে যায়) করলে ওয়াসিম এবং শিল্পী ভিকটিমকে দ্রুত চিকিৎসার জন্য খানপুর হাসপাতালে নিয়ে যান। খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন। এ সময় ওয়াসিম এবং শিল্পী হাসপাতাল থেকে চলে যায়। পরবর্তীতে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিষয়টি ফতুল্লা থানা পুলিশকে অবগত করেন।
ফতুল্লা থানা পুলিশ উক্ত সংবাদ প্রাপ্তির পর এসআই/মোঃ রেহানুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ খানপুর হাসপাতালে হাজির হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এবং মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।






