নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় জোড়া খুন
নারায়ণগঞ্জ থেকে মূল হোতা সোহেল গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইজন নিহতের চাঞ্চল্যকর ঘটনায় প্রধান আসামি ও সোহেল গ্রুপের নেতা সোহেল মণ্ডল (৪০) কে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১।

র‍্যাব সূত্রে জানা যায়, ০৪ নভেম্বর ২০২৫ ইং তারিখে রাত ৮টা ২০ মিনিটে, র‍্যাব-১১ সদর কোম্পানির একটি বিশেষ দল নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কাশিপুর দেওয়ানবাড়ি কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‍্যাব-১১ এর অপারেশন অফিসার মোঃ গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত সোহেল মণ্ডল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতা নওয়াব মণ্ডল।

র‍্যাব জানায়, গত ৯ সেপ্টেম্বর (২০২৫) গভীর রাতে ওই গ্রামের বায়জীদ সরদার ও সোহেল মণ্ডল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে ভয়াবহ সংঘর্ষ হয়। এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে সারফান সরদার (৩৫) ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত বায়জীদ সরদার (৪৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন।এ ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হন।

গোয়েন্দা নজরদারি ও অভিযানের ধারাবাহিকতায় র‍্যাব-১১ দ্রুততম সময়ে এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত সোহেল মণ্ডলকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >