নারায়ণগঞ্জের বন্দর এলাকায় বিপুল পরিমাণ মাদকসহ দুই কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১। সোমবার (২১ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটের দিকে র্যাব-১১ এর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল মদনপুর এলাকায় অভিযান চালিয়ে ৭৮ কেজি গাঁজাসহ দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ইউসুফ (২৬), পিতা মো. মোস্তফা, মাতা মোছা. ফিরোজা বেগম, সাং—গোপালনগর, ডাকঘর—লালগড়, থানা—চৌদ্দগ্রাম, জেলা—কুমিল্লা এবং মো. তোফান রানা (২৭), পিতা আব্দুর রহমান, মাতা ইনসিয়া বেগম, সাং—মানসিংহপুর, ডাকঘর—রাধানগর, থানা—বদরগঞ্জ, জেলা—রংপুর।

র্যাব-১১ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কৌশলে গাঁজা ও ফেনসিডিল এনে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটককৃত গাঁজা তারা কুমিল্লা থেকে বিশেষ কৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে এনে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।
গ্রেপ্তার দুই আসামিকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১১ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।