নারায়ণগঞ্জ । শুক্রবার
২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ,
৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল হাসান খান।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আষারিয়ারচর এলাকায় মেঘনা টোল প্লাজা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন মদনপুর ইস্পাহানী এলাকার মো. শাহরিয়ার মাহমুদ (৩৫) ও সোনারগাঁওয়ের বারদী ইউনিয়নের সেনপাড়া গ্রামের ওবায়দুল হক (৪০)।পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালায় পুলিশ। ওই সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে মোটরসাইকেলটির চালক ও একজন আরোহী দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করে আটক করা হয়। ওই সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে তল্লাশি করে ১৯ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি রাশিদুল হাসান খান বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে শুক্রবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >