নারায়ণগঞ্জ । শুক্রবার
২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ,
৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

চাষারা চত্বর থেকে স্ট্যান্ড তো দূর কি বাত একটা পাতাও সরেনি

নারায়ণগঞ্জবাসীর দূর্ভেোগের অপর নাম যানজট। যানজটের কারনে এ জেলার মানুষের দূর্ভোগ এখন চরম আকার ধারন করেছে। চাষাড়া থেকে দু নম্বর রেলগেইট পর্যন্ত শহরকে দেখলে মনে হয় এ শহরের কোন মা বাপ নেই। যানজটের সমস্যাগুলি সাধারন নাগরিকরা জানলেও নগরের কর্মকর্তারা জেগে ঘুমাচ্ছেন।
এ নিয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলামেলাভাবে করনীয় সম্পর্কে আলোকপাত করেন। তার আলোচনার একটি চুম্বক অংশ হল “ নারায়ণগঞ্জ এর যানজট নিয়ে বেহায়ার মতন বকবক করেই যাচ্ছি। ও হ্যাঁ,গতকাল প্রশাসনের ঘোষণার পর চাষারা চত্বর থেকে স্ট্যান্ড তো দূর কি বাত একটা পাতাও সরেনি।”

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >