নারায়ণগঞ্জ । শুক্রবার
২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ,
৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

গণঅভ্যুত্থানের প্রথম বর্ষ পালিত
শ্রদ্ধা-ভালোবাসা ও বিজয় মিছিলে মুখরিত নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে নির্মিত দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ তথা শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের প্রথম বর্ষ পালিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। পাশাপাশি গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।


সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারের নেতৃত্বে জেলা পুলিশ, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমানের নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, পিবিআই, এলজিইডি, গণপূর্ত বিভাগসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করে।


পরে একে একে নারায়ণগঞ্জ মহানগর ও জেলা বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গসংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।


এদিকে, শ্রদ্ধা নিবেদনকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আজকের এই দিন, যা আমরা ৩৬ জুলাই হিসেবে বলে থাকি, এটি একটি ঐতিহাসিক দিন। হাজার হাজার ছাত্রজনতার রক্তের বিনিময়ে এই গণঅভ্যুত্থান হয়েছে। দীর্ঘ দেড় দশকের জুলুম-অত্যাচারের বিরুদ্ধে এই আন্দোলন গড়ে উঠেছিল।”

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >