বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে নারায়ণগঞ্জ শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু জাফর বাবুলের নেতৃত্বে এ কর্মসূচিতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।
গণসংযোগ শেষে হাবিবুর রহমান হাবিব বলেন, ‘বাবুল ভাই আমার অত্যন্ত প্রিয় মানুষ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব দিক বিবেচনা করেই সঠিক সিদ্ধান্ত নেবেন।জনগণ যাকে চায়, যিনি নির্ভেজালভাবে সংগঠনের সঙ্গে আছেন, তিনিই মনোনয়ন পাবেন।’
তিনি আরো বলেন, ‘আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করে জনগণের ভোটে জয় আনতে পারবেন যিনি, তাকেই দল মনোনয়ন দেবে। বাবুল ভাই মাঠে আছেন, জনগণের সঙ্গে আছেন—দল নিশ্চয়ই তা মূল্যায়ন করবে।বাবুলের নেতৃত্বে দিনভর শহরের মন্ডলপাড়া, বাবুরাইল, বেপারীপাড়া, দেওভোগ, আখড়া, জিউস পুকুর, নন্দীপাড়া ও বোয়ালিয়া খাল এলাকায় গণসংযোগ করা হয়। লিফলেট বিতরণের সময় নেতাকর্মীরা জনগণের হাতে তারেক রহমানের ৩১ দফার বিবরণ তুলে ধরেন। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বাসিন্দারাও অংশ নেন।
কর্মসূচির অংশ হিসেবে বাবুল বাবুরাইল এলাকায় একটি ক্রীড়া সংগঠনের ক্লাব উদ্বোধন করেন এবং পরে নাসিকের সাবেক প্যানেল মেয়র ওবায়েদ উল্লাহর বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন।







