সোমবার (২০ অক্টোবর) বাদ আসর এনায়েতনগর ইউনিয়নে এক মতবিনিময় সভায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান বলেন,আমাদের মাতৃভূমিকে নিয়ে আজ কঠিন ষড়যন্ত্র চলছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সেই ষড়যন্ত্র মুছে ফেলতে হবে। আমরা নারায়ণগঞ্জের চিত্র পরিবর্তনের জন্য কাজ করছি, যেন এই নারায়ণগঞ্জকে একটি মডেল ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে পারি। সেই লক্ষ্যে আমরা মুফতী মনির হোসাইন কাসেমীকে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছি। এখন আমাদের দায়িত্ব হচ্ছে তাঁকে নির্বাচনে বিজয়ী করা। এজন্য আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, ভোট চাইতে হবে।
তিনি আরও বলেন, আমরা ২০১৮ সাল থেকেই এই চার আসনে ‘বুটের যুদ্ধ’ শুরু করেছি। আমরা সবসময় মানুষের পাশে আছি, মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের বোঝাচ্ছি। যারা এই নারায়ণগঞ্জকে ধ্বংস করে দিয়ে গেছে, আমরা তাদের রেখে যাওয়া ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে উন্নয়নের স্বপ্ন দেখছি। নারায়ণগঞ্জকে একটি আধুনিক শহরে রূপ দিতে হলে মুফতী মনির হোসাইন কাসেমীকে যেকোনো মূল্যে জয়ী করতে হবে। আমরা সবাই মিলে নিজেদের মাঝে থাকা ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মুফতী মনির হোসাইন কাসেমীকে বিপুল ভোটে জয়ী করব। আমরা যদি তাঁকে সংসদে পাঠাতে পারি, তাহলে দেশে যেভাবে আগুন জ্বালানো হচ্ছে, সন্ত্রাস চালানো হচ্ছে তা প্রতিহত করা সম্ভব হবে। যারা গুম, হত্যা, অগ্নিসংযোগের রাজনীতি করছে, তাদের পরিণতি কখনোই ভালো হবে না। ইনশাআল্লাহ, আমরা জয়ী হতে পারলে এই দেশে আর দাঙ্গা-হাঙ্গামা, সন্ত্রাস কিংবা দুর্নীতি থাকবে না। আমরা সবাই মিলে দেশটাকে সুন্দর করে গড়ে তুলব, কারণ এই দেশ আমাদের, এই মাটিও আমাদের। মাতৃভূমির প্রতি ভালোবাসা থেকেই আমাদের কাজ করতে হবে।
তিনি আরও যোগ করেন, বর্তমান সরকারকে আহ্বান জানাচ্ছি সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচারের ব্যবস্থা করুন। আজ যদি সঠিক নেতৃত্ব থাকত, তাহলে অর্থপাচার হতো না, জনগণের ভাগ্যের চাকা ঘুরে যেত, দেশ আরও উন্নত হতো। ইনশাআল্লাহ, পরিবর্তন আসবেই, সেই পরিবর্তনের নেতৃত্ব দেবেন মুফতী মনির হোসাইন কাসেমী। আমরা তাঁকে আগামী সংসদে এমপি হিসেবে দেখতে চাই।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতী হারুনুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলা মাওলানা কামাল উদ্দিন দায়েমী, সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর মাওলানা মনাওয়ার হোসাইন, সাধারণ সম্পাদক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলা
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুফতী আবু ইউসুফ, মাওলানা নোমান বিন সাদিক, মাওলানা ইরফান আলী, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ সানি, মাওলানা আবু বক্কর, মাওলানা তৈয়বুল হোসাইন, হাজী শাহীন, মাহবুবুর রহমান, ছাত্রনেতা মিরাজ, শেখ হিরা ইসলাম, মাওলানা আলাউদ্দিন ফরাজি, মাওলানা ফরিদী, মোহাম্মদ উসমান গনি, মাওলানা সাজ্জাদ, মশিউর রহমান, মোস্তাফিজুর রহমান, মাওলানা কামরুল হাসান দায়েমীসহ অঙ্গ-সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।