নারায়ণগঞ্জ । শুক্রবার
২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ,
৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে গার্মেন্ট শ্রমিক আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

আজ শুক্রবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সম্মুখে গনতান্ত্রিক গার্মেন্ট শ্রমিক আন্দোলন “মিরপুরে আনোয়ার ফ্যাশন গার্মেন্টসে অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের জন্য আজীবন আয়ের দ্বীগুণ ক্ষতিপূরণ” দাবি করে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে সভাপতিত্ব করেন গনতান্ত্রিক গার্মেন্ট শ্রমিক আন্দোলনের সমন্বয়কারী এবং শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপতি শ্রমিক নেতা অঞ্জন দাস।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “মিরপুরে আনোয়ার ফ্যাশন গার্মেন্টসে অগ্নিকাণ্ডে ১৯ জন শ্রমিকের মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, বরং এটি ধারাবাহিক কাঠামোগত হত্যাকাণ্ডের শিকার। এই ঘটনার জন্য মালিক, সরকার এবং সরকারের দায়িত্বশীল প্রতিষ্ঠান সমূহকেই দায়ী করা উচিত।”

তারা অবিলম্বে গার্মেন্টসের মালিক এবং দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর কর্ণধারদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান। নিহতদের পরিবারের জন্য আজীবনের আয়ের দ্বিগুণ ক্ষতিপূরণ দেওয়া, আহতদের উন্নত চিকিৎসা সরকারি খরচে নিশ্চিত করা এবং তাজনীন সেজান, জুস স্পেকট্রামসহ সকল শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দাবি তুলেছেন নেতৃবৃন্দ।

গার্মেন্টস শ্রমিকদের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের মানবাধিকারের প্রতি সম্মান জানাতে সবার দৃষ্টি আকর্ষণ করেন তারা।

এছাড়া সভায় বক্তব্য রাখেন শ্রমিক জাগরণ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম, বাংলাদেশ ট্রাষ্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি শ্রমিক নেতা এফ এম আবু সাঈদ, গার্মেন্ট শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক আব্দুল আল মামুন, জেসমিন আক্তার, মো রবিন, সবুজ মৃধা, রনি শেখ সহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >