আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জুলাই সনদ বাস্তবায়ন, উভয় কক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতি চালু, আওয়ামী লীগসহ ফ্যাসিস্টদের দোসর ১৪ দলের বিচার, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রতিষ্ঠাসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর আমির ও জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল জব্বার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ।তিনি বলেন,জুলাই সনদ ও পিআর পদ্ধতির দাবি শুধু জামায়াতের নয়, বরং দেশের সকল মানুষের দাবি। আগামী নির্বাচনে ব্যবসায়ী, আলেম ও সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।অতীতে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করেছে। এবার সেই সুযোগ আর দেওয়া হবে না। জুলাই সনদের মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মুমিনুল হক সরকার, মহানগরীর নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাসউদুর রহমান গিয়াস, মুক্তিযোদ্ধা অধ্যাপক ইলিয়াস মোল্লা (নারায়ণগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী), মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি জামাল হোসাইন ও এইচএম নাসির উদ্দিন, এবং জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না।
বক্তারা তাদের পাঁচ দফা দাবির মধ্যে তুলে ধরেন—জুলাই জাতীয় সনদের ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে (ফেব্রুয়ারি মাসে) জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা।সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় আইন ও কাঠামোগত সংস্কার।উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন ঘোষণা।নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।ফ্যাসিস্টদের সহযোগী ১৪ দলের বিচার।
মাওলানা আবদুল জব্বার বলেন,২৪ সালের জুলাই আন্দোলনে আমরা প্রায় দুই হাজার ছাত্র-জনতার প্রাণ দিয়েছি, অসংখ্য মানুষ অঙ্গহানির শিকার হয়েছে। তাদের রক্তের বিনিময়ে আজকের এই দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে।জুলাই সনদ ও পিআর পদ্ধতির ভিত্তিতে নির্বাচনের দাবিতে আজ চাষাঢ়া থেকে মন্ডলপাড়া ব্রিজ পর্যন্ত জনস্রোতে পরিণত হয়েছে আজকের এই মানববন্ধন। জনগণ এখন একটি গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায়।
জেলা ও মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য, বিভিন্ন পর্যায়ের নেতা ও শত শত কর্মী এতে অংশ নেন। চাষাঢ়া থেকে মন্ডলপাড়া ব্রিজ পর্যন্ত দীর্ঘ মানববন্ধনে স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান— ঘোষিত পাঁচ দফা দাবি দ্রুত সময়ের মধ্যে মেনে নিয়ে একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে।







