বিচার ব্যবস্থা আধুনিকায়ন ও বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ লাঘবে ডিজিটাল উদ্যোগের অংশ হিসেবে আইন মন্ত্রণালয় নতুন যুগের সূচনা করতে যাচ্ছে। আগামী ১৫ অক্টোবর (বুধবার) নারায়ণগঞ্জ জেলার সার্কিট হাউজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আইন উপদেষ্টার উদ্যোগে ই-বেইলসহ ই-হেবিয়াস কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠান’।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডা. আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব ফয়েজ আহমদ তৈয়্যব অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানটি বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে। এতে বিচার প্রক্রিয়ায় ই-বেইল ও ই-হেবিয়াস প্রবর্তনের মাধ্যমে ন্যায়বিচারপ্রাপ্তি আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে বলে আশা করা হচ্ছে। এই উদ্যোগের ফলে বিচারপ্রার্থী, কারা প্রশাসন এবং আইনজীবীদের মধ্যে ডিজিটাল সমন্বয় বৃদ্ধি পাবে, যা দীর্ঘদিনের জটিলতা ও সময়ক্ষেপণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটির সংবাদ কাভারেজের জন্য স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আইন মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন অফিসার ড. রেজাউল করিম।








