চাষাড়ায় অবস্থিত শহীদ জিয়া হল মিলনায়তনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৯ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ৯টয় অগ্নিকান্ডের পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডে ভেতরে থাকা আসবাবপত্র আগুনে পুড়ে যায়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
জানা গেছে, ২০২৪ সালের ৪ এপ্রিল জিয়া হলের উপরে থাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ম্যুরাল ভেঙে ফেলেছিল দুর্বৃত্তরা। ওই সময়কার এমপি শামীম ওসমানও এ হল নিয়ে বিষোদাগার করেছিলেন।
ওই বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ পতনের পর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে জিয়ার ছবি টানিয়ে নেওয়া হয়।
হলটি পরিত্যক্ত অবস্থায় থাকাতে ভেতরে কোনো কার্যক্রম না হওয়ার কারণে সেখানো বিদ্যুৎ সংযোগও নেই। আশেপাশের কেউ সিগারেট খেয়ে ভেতরে ফেলার কারণে আগুন সূত্রপাত হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের।








