নারায়ণগঞ্জ । শুক্রবার
২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ,
৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

জেলা প্রশাসক মুক্তিযোদ্ধাদের প্রতি আন্তরিক, আমাদের আর কিছুই চাওয়ার নেই : মোহাম্মদ আলী

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার ভূয়সী প্রশংসা করে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেছেন, “জেলা প্রশাসক একজন মুক্তিযোদ্ধার সন্তান। সে আমাদের প্রতি আন্তরিক, তাই তার কাছে আমাদের কোনো চাওয়া-পাওয়া নেই।”

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে নগরীর এক নম্বর খেয়াঘাট সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এই কথা বলেন।

এই পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এসময় তিনি স্বাধীনতা যুদ্ধে সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞচিত্তে সম্মান জানিয়ে বলেন, ‘এই মাটির টানে নিজের জীবন বাজি রেখে যারা শহীদ হয়েছেন, তাদের সেই আত্মত্যাগের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। আপনারা দেশের জন্য যে কাজ করেছেন তা প্রশংসনীয়। আপনারা জাতির সূর্য সন্তান, আপনাদের দেখে আমরা গর্ববোধ করি।”

জেলা প্রশাসক বলেন, “সকল মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের জন্য আমার দরজা সব সময় খোলা। আপনাদের যেকোনো বিষয় বা সমস্যা নিয়ে আমার কাছে আসুন, আমি সর্বদা আপনার পাশে থাকবো।”

এদিকে, তার পিতাও একজন মুক্তিযোদ্ধা ছিলেন বলে জানিয়ে জেলা প্রশাসক বলেন, ‘আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। এই কারণে মুক্তিযোদ্ধাদের প্রতি আমার বিশেষ দৃষ্টি থাকে। আসলে স্বাধীনতা যুদ্ধের এত বছর পরেও আপনাদের মত এমন বীর মুক্তিযোদ্ধা তথা জাতির সূর্য সন্তানদের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি অভিভূত। এই দেশকে স্বাধীন করার জন্য জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশ নেয়া বীর মুক্তিযোদ্ধারই প্রকৃত দেশপ্রেমি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >