সড়কে বিক্ষোভ ও মানববন্ধনের পর এবার জেলা প্রশাসক ও প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি দিয়েছেন ফতুল্লার লালপুরের ভুক্তভোগী বাসিন্দারা। ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে গতকাল সকালে জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিয়ার কার্যালয়ে উপস্থিত হয়ে এই স্মারকলিপি প্রধান করেন এলাকাবাসী।
এদিকে, স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য (মেম্বার) কাজী মাঈনউদ্দিন বলেন, ‘দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে আমাদের এই লালপুরে জলাবদ্ধতার সমস্যা বিদ্যমান। বর্তমানে তা ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা দেখেছি যে, এক মা তার সন্তান প্রসব করবে, কিন্তু তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় এই জলাবদ্ধতার মধ্যে যেই করুণ দৃশ্য ভেসে উঠেছে, তা দেখে মানুষের চোখে পানি চলে এসেছে। মিডিয়ায় সাংবাদিকরা এগুলো প্রচার করেছে। সাংবাদিকরা হলো সমাজের আয়না। এই আয়নার মাধ্যমে দেশবাসী জানুক যে, আমরা কি পরিস্থিতির মধ্যে আছি। আমাদের লালপুরের মানুষ কতটা অবহেলিত এবং অসহায় জীবন-যাপন করছে, সেটা মিডিয়ার মাধ্যমে মানুষ জানতে পারছে। আমরা স্থায়ী সমাধান চাইছি। আমরা আর কষ্ট করতে পারছি না। এই দূর্ভোগ লাঘোবের জন্য সরকারের যদি কিছু করার থাকে, তাহলে সেটা এখনই সময়।’
এদিকে, স্থায়ী সমাধানের পথ ও পরিকল্পনার বিষয়ে ইউপি সদস্য কাজী মঈনউদ্দিন বলেন, ‘আমরা স্থায়ী সমাধানের জন্য তিনটি প্রস্তাবনা দিয়েছি। তার মধ্যে একটি হলো ফতুল্লার নলখালি খালটি ১০ ফুট গভীর খনন করা হোক। এলাকার রাস্তা ৩ থেকে ৪ ফুট উচু করে ৫ থেকে ৭ ফিট গভীর বক্স ড্রেন করা হোক। এই ড্রেনটি নলখালি খালের সাথে সংযোগ করা হোক। পাশাপাশি ইসদাইর রেললাইনের পাশ দিয়ে যেই খালটি বহমান, সেটি খনন করা হোক। লালপুরে যেই পাম্প হাউজ রয়েছে, সেই পাম্প হাউজটি সরকারী ব্যবস্থাপনায় সংস্কার ও রক্ষণাবেক্ষন করে সেখানে শক্তিশালী পাম্প বসানো হোক। এই উদ্যোগগুলো নিলে আমাদের লালপুরের দীর্ঘদিনের যেই জলাবদ্ধতার অভিশাপ বিরাজ করছে, তা থেকে মুক্তি মিলবে বলে আমরা বিশ্বাস করি। এই উদ্যোগটা নেয়া এখন সময়ের দাবি।’
তিনি বলেন, ‘আমরা জেলা প্রশাসক মহোদয়কে এবং তার মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেছি। আমরা আশা করছি, আমাদের জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমেই আমাদের এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ।’
এসময় ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীসহ লালপুর এলাকার ভুক্তভোগী বাসিন্দারা উপস্থিত ছিলেন।





