নারীদের জন্য জাতীয় সংসদের অর্ধেক আসন, অর্থাৎ ১৫০টি সংরক্ষণের দাবি জানিয়েছেন নারী নেত্রীরা। বুধবার (৫ নভেম্বর) দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে এক বৈঠকে তারা এ দাবি জানান।
বৈঠক শেষে উইমেন অন্ট্রাপ্রেনিউরস অব বাংলাদেশ (ওয়েব)–এর প্রেসিডেন্ট নাসরিন ফাতেমা আউয়াল সাংবাদিকদের বলেন, ‘আমরা চাই, জাতীয় সংসদের ৫০ শতাংশ আসন নারীদের জন্য সংরক্ষিত থাকুক। নারীরা যাতে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, সেটাই আমাদের মূল লক্ষ্য।’
তিনি আরো বলেন, ‘নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছি নারী প্রার্থীদের যেন নির্বাচনে অংশগ্রহণের জন্য সব ধরনের সহায়তা দেওয়া হয়। বিশ্বের উন্নত অনেক দেশেই এ ধরনের সহযোগিতা দেওয়া হয়ে থাকে। একইসঙ্গে নারীরা যেন স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারেন, সে বিষয়েও আলোচনা হয়েছে।’
নির্বাচনী তহবিল নিয়ে কথা বলতে গিয়ে এই নারী উদ্যোক্তা বলেন, ‘নারীদের জন্য নির্বাচনী ফান্ড সংগ্রহ করা অত্যন্ত কঠিন। অনেক সময় পরিবার থেকেও প্রয়োজনীয় অর্থ পাওয়া যায় না, যেখানে পুরুষ প্রার্থীরা সহজেই পান। সরকার যদি বিশেষ সহায়তা দেয়, তাহলে আরও বেশি নারী নির্বাচনে অংশ নিতে পারবেন।’
দলীয় মনোনয়ন প্রক্রিয়ায় ভারসাম্য আনার আহ্বান জানিয়ে নাসরিন ফাতেমা বলেন, ‘রাজনৈতিক দলগুলো কোথাও ৫ শতাংশ, কোথাও ৬ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন দেয়। এটি খুবই অল্প। নির্দিষ্ট একটি উচ্চ শতাংশ নিশ্চিত করলে নারীর প্রতিনিধিত্ব আরো ভারসাম্যপূর্ণ হবে।’







