নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩ নভেম্বর) রাত ৩টা ৩৫ মিনিটের দিকে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীনুর আলমের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিঃ) মোঃ জহুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে মিজমিজি কান্দাপাড়া এলাকার জনৈক মিজানের বাসার সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে পুলিশ ১ জন ব্যক্তিকে আটক করে।

আটককৃত ব্যক্তির নাম মোঃ রিয়াজ (২৯), পিতা—আব্দুল সাত্তার, মাতা—ফরিদা বেগম। তার স্থায়ী ঠিকানা কুমিল্লার মুরাদনগর উপজেলার মোকশাইল এলাকা এবং বর্তমান ঠিকানা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি কান্দাপাড়া (জনৈক মিজানের বাড়ির ভাড়াটিয়া)।

পুলিশ জানায়, রিয়াজের হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >