পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি ও অনলাইনে প্রচারের অভিযোগে পার্বত্য জেলা বান্দরবান থেকে পর্ণ তারকা যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। জব্দ করা হয়েছে মোবাইল, সিমকার্ড, ক্যামেরা, ট্রাইপডসহ পর্ন ভিডিও তৈরির বিভিন্ন সরঞ্জাম।
গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রামের আনোয়ারা উপজেলার আবুল কালামের ছেলে মুহাম্মদ আজিম (২৮) ও মানিকগঞ্জ হরিরামপুর আন্ধারমানিক (খালপাড়) এলাকার লুৎফর এর মেয়ে বৃষ্টি (২৮)।
আজ সোমবার ভোরে সিআইডি’র বিশেষ টিম বান্দরবান জেলা শহরের হাজীপাড়ার বালাঘাটা একটি বিলাবহুল বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে। চলতি মাসেই আজিম ও বৃষ্টি বান্দরবানের ওই আলিশান বাড়িতে উঠেছিলেন বলে নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন খান।তিনি আরো জানান, শুধু নিজেরাই পর্ন ভিডিও তৈরি করা নয় বরং আরও মানুষদেরকে এ জগতে সম্পৃক্ত করার মতো বেআইনি কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে।
সম্প্রতি অনলাইন সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট-এ আজিম ও বৃষ্টির পর্নো ভিডিও তৈরি ও প্রচারের খবর প্রকাশ হয়। কীভাবে এই যুগল বৈশ্বিক পর্নোগ্রাফিক ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছেন সেসব তথ্য উঠে আসে ওই প্রতিবেদনে।
অপরদিকে, গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নাদিয়া বৃষ্টি নামক একটি পেইজ থেকে লাইভে বৃষ্টি নামের এই নারী তার কৃতকর্মের জন্য ক্ষমাচেয়ে স্বাভাবিক পথে আসার জন্য সবার সহযোগীতা কামনা করেন। ওই সময় আজিম নামের ওই পুরুষের কন্ঠও শুনা যায়।অভিযোগ রয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম ব্যবহার করে পর্নোগ্রাফি তৈরিতে নতুনদের নিয়োগের প্রচারও চালিয়েছেন তাঁরা।
বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ অনুযায়ী, পর্নোগ্রাফি তৈরি, বিতরণ বা সংরক্ষণ ফৌজদারি অপরাধ। এ অপরাধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
প্রঙ্গত, ২০২৪ সালের মে মাসে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তাদের প্রথম ভিডিও প্রকাশ হয়। পরবর্তীতে এক বছরে তাদের প্রকাশিত মোট ১১২টি ভিডিও ২ কোটি ৬৭ লক্ষেরও বেশিবার দেখা হয়েছে বলে জানাগেছে।








