নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পরিত্যক্ত দোকান থেকে বশির (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) বেলা ১২টার দিকে পাগলা মুন্সিখোলা এলাকার একটি দোকান ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বশির ফতুল্লা মডেল থানার পাগলা জেলেপাড়া এলাকার বাসিন্দা।
নিহতের পরিবার দাবি করেছে, বশিরকে পরিকল্পিতভাবে হত্যা করে দোকান ঘরে লাশ ফেলে রাখা হয়েছে। নিহতের মেয়ে জানান, সকাল ১০টার দিকে তার বাবা বাসা থেকে বের হন। কিছুক্ষণ পর স্থানীয়দের মাধ্যমে খবর পান যে তার বাবার লাশ পরিত্যক্ত দোকানে পড়ে আছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে বশিরকে ঐ পরিত্যক্ত দোকান থেকে লোহার রড নিয়ে বের হতে দেখা যায়। কিছু সময় পর তিনি আবার দোকানে প্রবেশ করেন, তবে এরপর আর বের হননি। স্থানীয়দের দাবি, তাকে হত্যা করা হয়েছে। তারা আরও জানান, নিহত বশির মাদকাসক্ত ছিলেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) মো. হাসিনুজ্জামান জানান, খবর পেয়ে আমি ও ফতুল্লা থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করি। পাশের একটি ব্যবসা প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, সকাল ১০টার দিকে বশির দোকান থেকে লোহার রড নিয়ে বের হন এবং এক ঘণ্টা পর দৌড়ে দোকানের ভেতরে প্রবেশ করেন।এই পুলিশ কর্মকর্তা আরও জানান, নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে নাক দিয়ে রক্ত বের হয়েছিল। মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
প্রাথমিকভাবে জানা গেছে নিহত বশির মাদকাসক্ত ছিলেন। তার পরিবারের সদস্যরাও বিষয়টি নিশ্চিত করেছেন।






