নারায়ণগঞ্জের ফতুল্লায় জলাবদ্ধতা নিরসন ও জনদুর্ভোগ কমাতে মাঠে নেমে ময়লায় দীর্ঘদিন ধরে আটকে থাকা কাইলানি খালের সাড়ে ৩ কিলোমিটার পরিষ্কার করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদল। আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকালে খালটি পরিষ্কার করেন তারা।
দলীয় সূত্রে জানা যায়, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে ফতুল্লার কাশিপুর দেওয়ানবাড়ি এলাকায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনির উদ্যোগে শুরু হয় খাল পরিষ্কার অভিযান।
মশিউর রহমান রনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই এই উদ্যোগ।কাইলানী খালটি দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে ছিল। ফলে বর্ষা মৌসুমে ফতুল্লার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব বেড়েছিল। আমরা জনগণের দুর্ভোগ লাঘবেই কাজ করছি।’
তিনি অভিযোগ করে বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের সময় শামীম ওসমানের প্রভাবাধীন এই খালটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছিল।বর্ষা এলেই নাটক করে খাল পরিষ্কারের অভিনয় করা হতো, কিন্তু বাস্তবে কোনো উদ্যোগ দেখা যায়নি। বিডি ক্লিনের সহায়তায় একটি ভেকুর মাধ্যমে কাইলানী খালের ময়লা অপসারণের কাজ এবং এই অভিযান চলমান থাকবে।’
স্থানীয়রা বাসিন্দা সোহরাব বলেন, ‘এই উদ্যোগে খালটি পুনরায় সচল হলে জলাবদ্ধতা কমবে এবং এলাকাবাসী দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবে।’
এ সময় নারায়ণগঞ্জ জেলা যুবদল, ফতুল্লা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্যোগে সহযোগিতা করছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন।







