নারায়ণগঞ্জ । শুক্রবার
২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ,
৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

স্বর্ণলতা দিয়ে এলাকার মানুষের কোনো কল্যান হবে নাঃ গিয়াস উদ্দিন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন,”স্বর্ণলতা সবসময় মূল গাছকে খেয়ে নিজে রিষ্টপুষ্ট হয়।কিছু মানুষ বিভিন্ন সু্যোগ এবং সামান্য কিছু অর্থ দিয়ে আপনাদের ব্যবহার করতে চায়,আপনারা এই সু্যোগ কেউ নিবেন না,এলাকার ক্ষতি করবেন না”।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকালে সিদ্ধিরগঞ্জের ১ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে জনাব তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন এবং অনেক ষড়যন্ত্র প্রতিহত করে দলকে সুসংগঠিত করেছেন।দেশবাসী এখন বিএনপিকে ভালোবাসে,দেশের মানুষ বিএনপিকে চায়। ফ্যাসিষ্ট হাসিনার আমলে তিন তিনটি জাতীয় সংসদ নির্বাচন দুর্নীতির নির্বাচন হয়েছে তারা মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে দেয় নাই এবং তারা গনতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল। এখন সমগ্র দেশবাসী গনতন্ত্র পূন:প্রতিষ্ঠা দেখতে চায়।।আজকে দেশের সমস্ত মানুষ বিশ্বাস করে আগামী নির্বাচন এ যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে তাহলে দেশের উন্নয়নে দেশের মানুষের কল্যানে বিএনপি কাজ করবে।দেশের জনগণ এখন অধীর আগ্রহে অপেক্ষায় আছে বিএনপির মনোনীত প্রার্থীদেরকে ভোট দিয়ে বিজয়ী করে রাষ্ট্র পরিচালনা দায়িত্ব তাদের হাতে তুলে দেয়ার জন্য।।

তিনি আরো যুক্ত করেন,যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় তাহলে বিগত স্বৈরাচার এর ধ্বংস করে যাওয়া দেশকে ধ্বংসস্তূপ থেকে উত্তরণ করে গণতান্ত্রিক একটি রাষ্ট্র ব্যবস্থার প্রবর্তন করবে,বেকার সমস্যার সমাধান করবে,মানুষের মৌলিক অধিকার পূরণ করবে,আইন শাসন প্রতিষ্ঠা করবে এবং বিধ্বস্ত অর্থনীতিকে মাথা তুলে দাড় করাবে ইনশাল্লাহ।

সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লার উন্নয়নে নিজ হাতে ব্যাপক কাজ তুলে ধরে তিনি বলেন,আদমজী জুট মিল দেশের অর্থনীতিকে কুড়ে কুড়ে খাচ্ছিলো সেই অলাভজনক প্রতিষ্ঠান আমি বন্ধ করে নারায়ণগঞ্জ ইপিজেড প্রতিষ্ঠা করি।আজকের এই ইপিজেড হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করছে।হাজারো সাধারন খেটে খাওয়া মানুষ এবং একটি বিশাল শ্রমিকগোষ্ঠির কর্মস্থল আজকের এই ইপিজেড

সিদ্ধিরগঞ্জের সাথে সোনারগাঁ নতুন ভাবে যুক্ত হওয়ায় তিনি উল্লেখ করেন,শীতলক্ষ্যা নদীর দুই পাশে আমরা দুই ভাই,নতুন করে আমরা ভাতৃত্বের সেতুবন্ধন তৈরি করেছি। সোনারগাঁ এর মানুষের প্রত্যাশা পূরণের জন্য যেকোনো উন্নয়ন প্রয়োজন হলে আমরা তা করে দিবো। কাজেই বিএনপির প্রতি আস্থা রাখুন ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সেবায় আমাদের কাজ করার সুযোগ দিন।

১নং ওয়ার্ড বিএনপির সভাপতি রওশন আলীর সভাপতিত্বে ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় উক্ত পথসভায় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজু,সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি জিএম সাদরিল, মোস্তফা কামাল, সেলিম মাহমুদ, ডিএইচ,বাবুল, এ্যাডঃ মাসুদুজ্জামান মন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম সম্পাদক কামরুল হাসান শরীফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক ডা. মাসুদ করিম, শ্রম-বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব কায়সার রিফাত, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি তৈয়ব হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূইয়া, সহ-সভাপতি কাজী শাকিল, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি একে হিরা, সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনি, যুবদল নেতা জাকির হোসেন ও রোমান প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >